আরামদায়ক বেডরুমের আইডিয়া!

দিনভর কাজ শেষে নীড়ে ফেরার পর আমরা প্রশান্তি খুঁজি ঘরের আনাচে-কানাচে। বিশেষ করে বেডরুমের সাজ হওয়া চাই স্বস্তিদায়ক, যেহেতু ক্লান্ত শরীরের শেষ আশ্রয় এখানেই। এখন শীতকাল। এ সময় একটু যেন বেশিই আরামপ্রিয় হয়ে যাই আমরা। কখনও কখনও বই পড়তে পড়তে বালিশ কিংবা কম্বল টেনে নিতে ইচ্ছা করে। আবার মাঝেমধ্যে বেডরুমে বসেই কাটিয়ে দেওয়া হয় ঘণ্টার পর ঘণ্টা। বেডরুমকে আরেকটু আরামদায়ক করার কিছু আইডিয়া দেওয়া হলো বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য-

উলের বালিশ 

উলের বালিশ


আরামদায়ক সময় কাটানোর জন্য কুশন বা বালিশের জুড়ি নেই। এই শীতে বিছানায় রাখতে পারেন উলের বালিশ। উষ্ণতা দেওয়ার পাশাপাশি রুমের সৌন্দর্যও বাড়াবে এটি। চাদরের সঙ্গে মিলিয়ে বা কন্ট্রাস্ট করে তৈরি করে নিতে পারেন উলের বালিশ।

উষ্ণ আলোর ল্যাম্প
উষ্ণ আলোর ল্যাম্প  

বিছানার পাশের টেবিলে রাখতে পারেন আরামদায়ক উষ্ণতার টেবিল ল্যাম্প। এটি স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে পরিবেশে। 
কাপড়ের নরম পুতুল





কাপড়ের নরম পুতুল

বিছানায় অথবা ইজিচেয়ারে রাখতে পারেন কাপড়ের বড়সড় নরম পুতুল। অলস বিকেলে কফি খেতে খেতে কুশনের মতো ব্যবহার করতে পারবেন এ ধরনের পুতুল। আবার ঘরের পরিবেশেও চলে আসবে বেশ একটা আরামদায়ক ভাব। 

মৌসুমি ফুল

মৌসুমি ফুল

বিছানার পাশের টেবিলে রাখতে পারেন একগুচ্ছ তাজা ফুল। এটি ক্লান্তি দূর করে আপনাকে দেবে ঝরঝরে অনুভূতি।

মোমবাতির শো পিস 

মোমবাতির শো পিস

শীতে ঘর সাজাতে মোমবাতির শো পিস ব্যবহার করতে পারেন। দেখতেও সুন্দর লাগবে, ঘরের পরিবেশেও চলে আসবে আরামদায়ক উষ্ণতা। 
/এনএ/