তৈলাক্ত ত্বকের জন্য ৫ প্যাক

ত্বকের তেলতেলে ভাব দূর করতে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদানে। জেনে নিন তৈলাক্ত ত্বকের যত্নে কীভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেস প্যাক।

  • দুই টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ২ চা চামচ মুলতানি মাটির সঙ্গে ২ চা চামচ শসার রস ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি অতিরিক্ত তেক দূর করার পাশাপাশি ত্বক টানটান করবে।
  • আধা কাপ ওট গুঁড়ার সঙ্গে আধা কাপ পাকা অ্যাভোকাডো মেশান। ফলটি পেয়ে যাবেন বড় সুপার শপগুলোতে। প্রয়োজন মতো পানি মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক।
  • আধা কাপ পাকা পেঁপে চটকে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ২ টেবিল চামচ শসার রস, ২ টেবিল চামচ মুলতানি মাটি, ৪ টেবিল চামচ গোলাপজল ও ১ চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই ম্যাগাজিন