গোলাপি ঠোঁটের জন্য

গোলাপি ঠোঁট

ঠোঁটের কালচে দাগ দূর করে প্রাকৃতিকভাবে গোলাপি ঠোঁট পেতে ঘরে তৈরি প্যাক ব্যবহার করতে পারেন। জেনে নিন কোন কোন উপকরণ ঠোঁট গোলাপি করবে- 

ঘি ও হলুদ গুঁড়া 
হলুদ গুঁড়া ও ঘি একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগান। একঘণ্টা পর ধুয়ে ফেলুন। নরম ও কোমল হবে ঠোঁট।

ডালিম
ডালিমের দানা পেস্ট করে ঠোঁটে ঘষুন। চাইলে অল্প ঘি মেশাতে পারেন। এটি মরা চামড়া দূর করে প্রাকৃতিক গোলাপি আভা আনবে ঠোঁটে।  

গোলাপের পাপড়ি
গোলাপের পাপড়ি বেটে ঠোঁটে লাগিয়ে রাখুন সারারাত। সকালে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহার করলে ঠোঁটের কালচে ভাব দূর হবে।

গ্লিসারিন ও লেবুর রস
সমপরিমাণ গ্লিসারিন ও লেবুর রস একসঙ্গে মেশান। ঘুমানোর আগে ঠোঁটে লাগান। পরদিন ধুয়ে ফেলুন ঠোঁট।

/এনএ/