রঙ বাংলাদেশের ২৭ বছর


গত ২০ ডিসেম্বর ২৭ বছর পূর্ণ করেছে ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ।’ ২০১৫ সালের ছন্দপতন এবং পরবর্তীতে রঙ থেকে রঙ বাংলাদেশ হিসেবে অভিযাত্রা শুরুর পর পেরিয়েছে ৭ বছর।

নব্বই দশকের শুরুতে চার বন্ধু মিলে টুকটাক কাজ করতে করতেই পরিকল্পনা। সেই ভাবনার সোপান ধরেই ফ্যাশন হাউজ ‘রঙ’ এর যাত্রা শুরু ১৯৯৪ সালে নারায়ণগঞ্জের চাষাড়ার সান্ত্বনা মার্কেটের ছোট্ট পরিসরে। ধীরে ধীরে নারায়ণগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের অন্যত্রও শাখা বিস্তার হয় রঙের।

২০১৫ সালে রঙ থেকে যাত্রা শুরু হয় রঙ বাংলাদেশের। দেশীয় ফ্যাশন শিল্পের অন্যতম এই ব্র্যান্ডের আউটলেট সংখ্যা এখন ২৩।

রঙ বাংলাদেশের মূল ব্র্যান্ডের অধীনে রয়েছে ৪টি পৃথক সাব-ব্র্যান্ড। জ্যেষ্ঠদের জন্য শ্রদ্ধাঞ্জলি, তরুণদের জন্য ওয়েস্টরঙ, ছোটদের জন্য রঙ জুনিয়র আর বাংলাদেশকে দেশ এবং দেশের বাইরে পরিচিত করাতে আছে আমার বাংলাদেশ।