চুল পড়া কমাতে ঝটপট টিপস

চুল পড়া কমাতে চাল ধোয়া পানি ব্যবহার করতে পারেন

  • শীতে চুল ঝরে যাওয়ার অন্যতম কারণ খুশকি। ২ চা চামচ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটিতে লেবুর রস মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই হেয়ার প্যাক লাগাতে খুশকি কমে যাবে।
  • একটি পাত্রে ১ চা চামচ শ্যাম্পু, ক্যাস্টর অয়েল, গ্লিসারিন এবং অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। মিশ্রণটি ভেজা চুলে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • চুল পড়া কমাতে ডাবের পানি ব্যবহার করতে পারেন চুলে। ডাবের পানির সঙ্গে একটি লেবু চিপে তাতে ৪-৫ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ১ টি কলা, ১ চা চামচ অলিভ অয়েল এবং ১ চা চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। প্যাকটি চুলে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। 
  • চুলের দ্রুত বৃদ্ধির জন্য রাইস ওয়াটার ব্যবহার করতে পারেন। এছাড়া এতে থাকা অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন সি, বি এবং ই চুল মজবুত করে। প্রথমে চাল ভালো করে ধুয়ে নিন। তারপর পানি ভরা একটি কাচের বাটিতে চাল ভিজিয়ে রাখুন। দুই দিন পর চাল ছেঁকে কাচের বোতলে ফ্রিজে রেখে দিন। সপ্তাহে দুইদিন চুলের গোড়ায় ম্যাসাজ করুন এই পানি।