ডার্ক সার্কেল থেকে মুক্তির ৭ ঘরোয়া উপায়

শসার প্যাক
শসা কুচি করে কেটে টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিন। এরপর এই প্যাক চোখের নীচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ফল পাবেন দ্রুত। চাইলে শসা স্লাইস করেও চোখের উপর দিয়ে রাখতে পারেন মিনিট দশেক।

আলুর প্যাক
আলু টুকরা করে নিন খোসাসহ। ব্লেন্ড করে বা বেটে চোখের নিচে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।


নারকেল
তেল হলুদের প্যাক
কাঁচা হলুদ বেটে নারকেল তেল আর আমন্ড তেল মিশিয়ে নিন। ঘন প্যাক বানিয়ে চোখের নীচের ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

কফির প্যাক
কফি বিন গুঁড়ো করে কোকো পাউডার ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। চোখের নিচের অংশসহ পুরো মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

দই ও মধুর প্যাক
টক দই, মধু ও গোলাপজল মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টি ব্যাগ
টি ব্যাগ ব্যবহার করার পর তা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। চোখ বন্ধ করে ১০ মিনিট চোখের উপর রেখে দিন। ব্যবহার করুন প্রতিদিন।

গাজরের প্যাক
গাজর সেদ্ধ করে চটকে নিন। মধুর সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি ১০ মিনিট চোখের নীচে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।