গ্রোসারি শপিংয়ের ৫ টিপস

গ্রোসারি শপিংয়ে গিয়ে অতিরিক্ত খরচ করে ফেলা কিংবা অস্বাস্থ্যকর খাবার বেশি কিনে ফেলার সমস্যা এড়াতে মনে রাখুন এই ৫ বিষয়।

 

  1. একেবারে খালি পেটে কেনাকাটা করতে যাবেন না। এতে জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবার বেশি কেনা হয়ে যেতে পারে।
  2. কী কী লাগবে সেই তালিকা করে নিয়ে যান। এর বাইরে কিছু না কেনার চেষ্টা করুন।
  3. কোন বেলায় কী খাবেন সেই পরিকল্পনাও সাজিয়ে যান। এতে বাড়তি কিছু কেনা হবে না।
  4. কোনও পণ্য কেনার আগে লেবেল পরে সেটার উপাদান সম্পর্কে জেনে নিন। সেটাতে চিনি বা ফ্যাট কতোটুকু আছে তা বুঝতে পারবেন।
  5. অস্বাস্থ্যকর খাবার না কিনে সেটার স্বাস্থ্যকর বিকল্প খুঁজে নিন। যেমন সিনেমা দেখতে দেখতে জাঙ্ক ফুড না খেয়ে বাদাম খেতে পারেন। অথবা মাঝরাতে ক্ষুধা লাগলে ইনস্ট্যান্ট নুডলসের বদলে খান দই ও মৌসুমি ফল।