পর্দা টাঙানোর রড পরিষ্কার করবেন যেভাবে

পর্দা নিয়মিত পরিষ্কার করা হলেও পর্দা টাঙানোর রড ঠিক মতো পরিষ্কার করি না আমরা অনেকেই। পর্দা টাঙানোর সময় বা খোলার সময় দেখা যায় পুরু ধুলো জমে আছে রডে। এভাবে ধুলো জমে থাকতে থাকতে মরিচা পড়ে যায় অনেক সময়। জেনে নিন কীভাবে যত্ন নীলে রড দীর্ঘদিন ভালো থাকবে।

 

  • পর্দা টাঙানোর আগে রড পরিষ্কার করে নিতে ভুলবেন না। এজন্য গরম পানিতে ডিটারজেন্ট গুলে কাপড় ভিজিয়ে মুছে নিন রড। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন বাতাসে।
  • পর্দা টাঙানোর কিছুক্ষণ আগে সামান্য নারকেল তেল ঘষে নিন রডে। মরিচা পড়বে না সহজে।
  • রডে মরিচা পড়ে গেলে প্রথমে তারের স্ক্রাবার দিয়ে ঘষে আলগা অংশ ফেলে দিন। এরপর লেবু অর্ধেক করে কেটে লবণ ছিটিয়ে মরিচার ওপর ঘষুন। ৩০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার করে ফেলুন।
  • পাতলা কাপড় সাদা ভিনেগারে ডুবিয়ে মরিচার অংশ পেঁচিয়ে দিন। সারারাত রেখে পরদিন পরিষ্কার করে ফেলুন।