পিঁপড়া তাড়ানোর সহজ ৫ উপায়

টেবিলে খাবার রাখলেই শুরু হয় পিঁপড়ার উপদ্রব? পিঁপড়া দূর করতে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া গেলেও সেগুলোতে থাকে ক্ষতিকর উপাদান। বাড়িতে শিশু ও পোষা প্রাণী থাকলে এসব ওষুধ ব্যবহার না করাটাই ভালো। জেনে নিন বিরক্তিকর পিঁপড়া তাড়ানোর কিছু কেমিক্যালমুক্ত উপায়।

 


গ্লাস ক্লিনার ও লিকুইড ডিটারজেন্ট

একটি স্প্রে বোতলে গ্লাস ক্লিনার ও লিকুইড ডিটারজেন্ট একসঙ্গে মিশিয়ে ঝাঁকিয়ে নিন। পিঁপড়ার আনাগোনা বেশি এমন স্থানে স্প্রে করুন। পিঁপড়ার বাসাতেও এটি স্প্রে করতে পারেন। স্প্রে করার কিছুক্ষণ পর মুছে নিন জায়গাটা। পিঁপড়া দূর হবে।

মরিচের গুঁড়া
পিঁপড়া দূর করতে ছিটিয়ে দিন মরিচের গুঁড়া। ১৫ মিনিট অপেক্ষা করে জায়গাটা মুছে ফেলুন।

পিপারমিন্ট অয়েল
একটি স্প্রে বোতলে ২ কাপ পানি ও ২০ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। দ্রবণটি জানালা, টেবিল ও পিঁপড়ার আনাগোনা বেশি যেখানে সেসব স্থানে স্প্রে করুন ও প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন।

গরম পানি
পিঁপড়ার বাসা খুঁজে পেলে গরম পানি ছিটিয়ে দিন। বাসা ভেঙে যাবে।  

কফি
কফির গুঁড়া ছিটিয়ে দিলেও মুক্তি পাবেন পিঁপড়ার উপদ্রব থেকে।