পর্দা ওঠার অপেক্ষায় মসলিন উৎসব

মসলিন উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

আগামী ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে এক মাসব্যাপী মসলিন উৎসব ২০১৬। এ উপলক্ষে আজ ৩১ জানুয়ারি সকাল ১১টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি; ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মুসা; বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী এবং দৃক-এর সিইও জনাব সাইফুল ইসলাম। সম্মেলনে উৎসবের নানা আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। সাইফুল ইসলাম জানান, গত দুই বছরের বেশি সময় ধরে দৃকের বেঙ্গল মসলিন টিমের গবেষণার ফল এই উৎসব। প্রদর্শনীতে থাকবে মসলিন সংক্রান্ত শিল্পকর্ম এবং সেগুলোর গল্প। থাকবে দৃক বেঙ্গল মসলিন টিমের বয়ন করা ‘আধুনিক মসলিন’ শাড়ি। এছাড়াও অনুষ্ঠানে প্রকাশ করা হবে দৃক থেকে প্রকাশিত মসলিন বিষয়ক গবেষণাধর্মী গ্রন্থ ‘মসলিন আওয়ার স্টোরি’। ৬ ফেব্রুয়ারি আহসান মঞ্জিলে আয়োজিত হবে মসলিন নাইট যেখানে মসলিনের ভূত-ভবিষ্যৎ-বর্তমান দেখানো হবে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে, থাকবে নৃত্য নাট্য এবং ফ্যাশন শো। 

শুরু হচ্ছে মসলিন উৎসব

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর, আড়ং এবং দৃককে ঐতিহ্যবাহী মসলিন পুনরুজ্জীবনের এই প্রচেষ্টার প্রশংসা করেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক, ড. মোহাম্মদ মুসা বাংলার ঐতিহ্যবাহী পোশাকশিল্প রক্ষায় আড়ং-এর দীর্ঘ যাত্রার কথা তুলে ধরেন এবং বিশেষভাবে উল্লেখ করেন জামদানির কথা। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী ভবিষ্যতে এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করে বলেন ‘বাঙালি ঐতিহ্য বহনকারী যে কোন কিছুকে সংরক্ষণে বাংলাদেশ জাতীয় জাদুঘর বদ্ধপরিকর।’

/এনএ/