ঈদের সহজ হেয়ার স্টাইল 

প্রচণ্ড গরমে এবার উদযাপিত হচ্ছে ঈদ। সারাদিনের সাজ ও পোশাকে তাই থাকা চাই স্বস্তি। অতিরিক্ত জমকালো সাজ নয়, বরং ছিমছাম ও আরামদায়ক সাজেই এবার কাটিয়ে দিতে পারেন ঈদ। তবে রাতের প্রোগ্রামে খানিকটা জমকালো ভাব নিয়ে আসা যেতে পারে সাজে। পোশাকের সঙ্গে মানানসই আরামদায়ক হেয়ার স্টাইলের আয়ডিয়া দেখে দিন।  

সকাল বা বিকেলের বন্ধুদের আড্ডায় ফতুয়া জিন্সের সঙ্গে পনিটেইলেই স্টাইল করে নিতে পারেন এভাবে। 

 

 

খোঁপা বা কিছু চুল টুইস্ট করে ছেড়ে দিতে পারেন উপরের ছবির মতো। সালোয়ার কামিজ বা শাড়ির সঙ্গে মানিয়ে যাবে বেশ। 

চুল যদি লম্বা ও ঘন হয়, তাহলে উপরের স্টাইলটি আপনার জন্য। এক পাশে বেণি করে অন্যপাশে খোঁপা বেঁধে ফেলুন। খানিকটা এলোমেলো থাকবে খোঁপা। 

 

 কানের দুই পাশ থেকে কিছু চুল নিয়ে এভাবে বেণি বেঁধে ফেলতে পারেন। রাতের সাজেও বেশ মানিয়ে যাবে স্টাইলটি। 

 

কপালের সামনের অংশ থেকে কিছু চুল নিয়ে এভাবে পেঁচিয়ে ক্লিপ দিয়ে আটকে দিন পেছনে। সহজ এই হেয়ার স্টাইলটি যেকোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে। 

 

সাইড দিয়ে টুইস্ট করে বেণিতে আটকে নিতে পারেন চুল।