বাবাকে নিয়ে ডিনারে কোথায় যাচ্ছেন?

আজ বিশ্ব বাবা দিবস। এ উপলক্ষে বিভিন্ন রেস্টুরেন্টে থাকছে নানা ধরনের অফার। বাবাকে নিয়ে রাতের খাবারটা সেরে ফেলতে পারেন এমনই কোনও একটা রেস্টুরেন্টে। জেনে নিন বাবা দিবস উপলক্ষে কোন রেস্টুরেন্ট কী অফার দিচ্ছে।  

 

ঢাকা রিজেন্সি হোটেল

ঢাকা রিজেন্সি হোটেল
বাবা দিবসের বিশেষ বুফে ডিনারের ব্যবস্থা থাকছে ঢাকা রিজেন্সি হোটেলে। একটির সঙ্গে একটি ফ্রি উপভোগের সুযোগ পাওয়া যাবে বিশেষ দিনটি উপলক্ষে।

 

শেরাটন ঢাকা

শেরাটন ঢাকা
শেরাটন ঢাকার গার্ডেন কিচেন রেস্টুরেন্টে বাবার জন্য থাকছে ফ্রি ডিনার অফার। তবে ৪ জন সদস্য একসঙ্গে আসলে তবেই পাওয়া যাবে এই সুযোগ। পাশাপাশি কেকের উপর থাকছে ১৫ শতাংশ ছাড় ও বাড়তি মূল্য পরিশোধ ছাড়াই ইচ্ছে মতো সাজিয়ে নেওয়ার সুযোগ।  

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
সোনারগাঁও হোটেলের ক্যাফে বাজার রেস্টুরেন্টে বাবাকে উপহার দিতে পারেন বিশেষ দিনের ডিনার। ৪৫০০ টাকা জনপ্রতি খরচে এখানে থাকছে রাতের খাবারের নানা ধরনের আয়োজন। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ড হোল্ডাররা পাবেন একটির সঙ্গে আরেকটি বিনামূল্যে। থাকছে র‍্যাফেল ড্রয়ের ব্যবস্থাও। বাবা দিবসের জন্য বিশেষ কেক কিনতে পারবেন ৩৫০০ টাকায়। 

 

লা মেরিডিয়ান ঢাকা

লা মেরিডিয়ান ঢাকা
পাঁচ তারকা হোটেলটির লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে বাবার জন্য থাকছে বিনামূল্যে ডিনারের ব্যবস্থা। কেবলমাত্র আজকে রাতের খাবারের জন্যই অফারটি প্রযোজ্য। তবে একসঙ্গে ৪ জন সদস্য বুকিং দিলে তবেই মিলবে সুযোগটি।