ফ্যাশনে প্রকৃতি ও প্রযুক্তির অনুপ্রেরণা

প্রকৃতি এবং মানুষের সম্পর্কটা পারস্পরিক নির্ভরতার। প্রকৃতি আমাদের দিয়েছে দু’হাত ভরে। আমাদের জীবনযাপন, প্রযুক্তি ও ফ্যাশনেও ঠাঁই পেয়েছে প্রকৃতি । প্রকৃতি ও প্রযুক্তির এই যুগলবন্দীকে অণুপ্রেরণায় রেখে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে ঈদের আয়োজন। ‘রেসিপ্রোসিটি’ বা পারস্পরিকতা শীর্ষক এই কালেকশনের প্রিন্ট, মোটিফ, প্যাটার্ন এবং কাপড় নির্বাচনে প্রকৃতি ও প্রযুক্তির পারস্পরিক সম্পর্ককে ফুটিয়ে তোলা হয়েছে।  

 

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, বিশ্বফ্যাশনে হাইটেক ফ্যাশনের ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠছে। কিছুদিন আগেই একটি ভার্চুয়াল-রিয়েলিটি প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো মেটাভার্স ফ্যাশন উইক। সেখানেও প্রকৃতি থেকে বাছাই করা এলিমেন্টগুলোকে হাইলাইট করা হয়েছে। প্রযুক্তির কল্যাণে এই মুহুর্তে প্রাকৃতিক তন্তুর চাইতেও বেশি আরামদায়ক, টেকসই এবং ফ্যাশনেবল কাপড় বোনা সম্ভব। তেমনই কিছু কাপড় যেমন মসলিন-ব্লেন্ড, ভিসকোস ব্লেন্ড, নাইলন-কটন ব্লেন্ড, লেসি-স্ট্রাকচার, পলিস্টার-কটন ব্লেন্ড, রামি, কটন ও হেম্প ব্লেন্ড এবং কটন মোডাল ফেব্রিকে নেচার-ইন্সপায়ার্ড প্রিন্ট স্টোরি ও হাইটেক নিয়ন কালার দিয়ে ঈদের নতুন কালেকশন সাজিয়েছে লা রিভ।’

নারীদের ঈদ কালেকশনে রয়েছে নতুন স্টাইলের টিউনিক, টপস, কামিজ, শ্রাগ-টিউনিক, গাউন ও শ্রাগ। এছাড়াও থাকছে সালোয়ার কামিজ, লং টিউনিক, গাউন এবং শাড়ি। পুরুষের জন্য সেমি-ফর্মাল ও স্মার্ট-ক্যাজুয়াল স্টাইলের ঈদ পোশাক থাকছে আয়োজনে। ডিজিটাল প্রিন্ট করা কটন ও ভিসকোস পাঞ্জাবিসহ লং-স্লিভ ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট এবং হেনলি টি-শার্ট ঈদের ফিচার ডিজাইন।

 

শিশুদের ঈদ কালেকশন রঙিন হয়েছে নিয়ন পপ কালারে। মেয়েশিশুদের জন্য ফ্রক, পার্টি ফ্রক, টিউনিক, সালোয়ার কামিজ ও ঘাগরা-চোলি সেট ডিজাইন করা হয়েছে। ছেলেশিশুদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টিশার্ট, ভিসকোস ও কটন পাঞ্জাবি এবং কোটি-পাঞ্জাবি সেট।