আম খাওয়ার যত উপকারিতা

ফলের রাজা বলা হয় আমকে। রসালো ও সুমিষ্ট আম পুষ্টিগুণের দিক থেকেও কোনও অংশে কম নয়। আম খেলে যেমন দূরে থাকা যায় ক্যানসারের মতো রোগ থেকে, তেমনি ত্বক ও শরীর ভালো রাখলেও রয়েছে এর ভূমিকা। 

 

  • আমে বেশ কয়েক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায় যা ক্যানসারের ঝুঁকি কমায়।
  • ভিটামিন সি, ফাইবার ও পেক্টিনের উৎস আম রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
  • প্রাকৃতিক উজ্জ্বল ত্বক পেতে চাইলে আম খান গ্রীষ্মের পুরো সময়টা জুড়ে।
  • আম খেলে পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
  • ভিটামিন এ সমৃদ্ধ আম দৃষ্টিশক্তি শক্তিশালী রাখে ও চোখের শুষ্কতা দূর করে।
  • শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ফল।
  • আয়রনের উৎস আম নিয়মিত খেলে রক্তশূন্যতা দূর হয়। 
  • হজমের গণ্ডগোল দূর করতেও সাহায্য করে আম। 
  • আমে থাকা এনজাইম প্রোটিন শোষণ করতে কাজে আসে।