গয়নাগুলো বীজের তৈরি

রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে তেঁতুল, মটরশুঁটি, বাদাম, চন্দন, রাবার, পদ্মসহ বিভিন্ন বীজ দিয়ে তৈরি গয়নার প্রদর্শনী। 'প্লিজেন্টনেসঃ দ্য স্টোরি অব মাধুরী' শীর্ষক একক প্রদর্শনীতে জায়গা পেয়েছে শিল্পী মাধুরী সঞ্চিতা স্মৃতির বীজের তৈরি গয়না ও শিল্পকর্ম।

 


শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় ধানমন্ডি ৩ এর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ৭ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগামী শনিবার (৮ জুলাই) পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

 

শিল্পী মাধুরী সঞ্চিতা স্মৃতির গয়নাগুলো মূলত কাঠ,মাটি, শঙ্খ, মুক্তা, সোনা, রূপা, তামার মতো ধাতুর সাথে বিভিন্ন বীজ ব্যবহার করে তৈরি করা।


নিজের কাজ সম্পর্কে মাধুরী সঞ্চিতা স্মৃতি বলেন, 'বীজকে আমার মনে হয় সকল সৃষ্টির প্রাণ। বীজ থেকেই নতুন প্রাণের সৃষ্টি হয়। তাই বীজ ব্যবহার করেই আমি প্রাণ দিতে চাই ধাতব বস্তুতে। প্রকৃতিরই অপর সৃষ্টির মধ্যে প্রেম জাগাতে চাই। বীজের এসব গয়নায় আমি প্রকৃতিকে ধারণ করতে চাই।'