৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিট

৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিট

দক্ষিণ এশীয় শিল্পকলার সবচেয়ে বড় আয়োজন ঢাকা আর্ট সামিট শুরু হচ্ছে আগামীকাল ৫ ফেব্রুয়ারি। আয়োজনের  তৃতীয় আসরটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সামদানি আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথ আয়োজক ঢাকা আর্ট সামিটের। সামিটে প্রদর্শিত হবে দক্ষিণ এশিয়ার ২৫০ শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ শিল্পী, কিউরেটর, আর্ট প্রফেশনাল ও লেখক অংশ নিচ্ছেন এতে।  চার দিনব্যাপী এ সামিট শেষ হবে ৮ ফেব্রুয়ারি। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

 

/এনএ/