বর্ষায় বেড়েছে চুল পড়া? জেনে নিন করণীয়

ভ্যাপসা গরম ও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে বর্ষার এই সময়টায় খুশকির প্রকোপ বেড়ে যায়। এছাড়া বাতাসের আর্দ্রতার কারণে চুলকানিসহ নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়ে পড়ে মাথার ত্বক। ফলাফল হিসেবে ঝরে পড়তে শুরু করে শখের চুলগুলো। জেনে নিন চুলের যত্নে এ সময় কী করবেন, কী করবেন না।

  • হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে আটকে না রেখে খুলে দিন চুলগুলো। ভেজা চুল বেঁধে রাখার কারণে চুল পড়ে বেশি।
  • ১ টেবিল চামচ আমলকীর পাউডার ও ১ চা চামচ শিকাকাই পাউডার সারারাত কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন টক দই, ১ চা চামচ মেথির গুঁড়া ও একটি লেবুর রস মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • চুল ঝরঝরে রাখতে শ্যাম্পু শেষে ভিনেগার মেশানো পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • গোসলের এক ঘণ্টা আগে টি ট্রি অয়েল ঘষে ঘষে লাগান চুলে। খুশকি দূর হবে।
  • অ্যালোভেরা জেল আধা ঘণ্টা চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু করে ফেলুন।
  • চুল বৃষ্টিতে ভিজে গেলে বাসায় ফিরে গোসল করে নিন। এরপর প্রাকৃতিক বাতাসে চুল শুকিয়ে নেবেন।
  • অলিভ অয়েল গরম করে চুলে ব্যবহার করলে কমবে চুল পড়া। দূর হবে খুশকিও।
  • নারিকেলের দুধের সঙ্গে মধু মিশিয়ে ভেজা চুলে লাগান। ১০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।