টুথপেস্টের আরও যত ব্যবহার

টুথপেস্টের বিভিন্ন ব্যবহার

দাঁতের যত্নে আমরা টুথপেস্ট ব্যবহার করি প্রতিদিনই। জানেন কি টুথপেস্টের ব্যতিক্রমী আরও বিভিন্ন ব্যবহার সম্পর্কে? দাঁত পরিষ্কার করার পাশাপাশি টুথপেস্ট গৃহস্থালি বিভিন্ন কাজেও সাহায্য করে। কাপড় ও দেয়ালের দাগ দূর করা, আসবাবপত্র ও গহনার যত্নসহ নানা প্রয়োজনে টুথপেস্টের জুড়ি নেই। জেনে নিন টুথপেস্টের বিভিন্ন ব্যবহার-   

জুতা পরিষ্কার করতে

জুতা পরিষ্কার করুন টুথপেস্ট দিয়ে

চামড়ার জুতায় স্ক্র্যাচ পড়লে সামান্য টুথপেস্ট লাগিয়ে পুরানো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। চলে যাবে দাগ।

ডায়মন্ডের গহনার যত্নে

ডায়মন্ডের গহনা পরিষ্কার করুন

ব্রাশে সামান্য টুথপেস্ট লাগিয়ে ডায়মন্ডের গহনা পরিষ্কার করুন। চকচকে হয়ে উঠবে গহনা।

বাথরুমের আয়না পরিষ্কার করতে

বাথরুমের আয়না পরিষ্কার করুন টুথপেস্ট দিয়ে

বাথরুমের আয়নায় বাষ্প জমে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন টুথপেস্ট ব্যবহার করে। নন-জেল টুথপেস্ট আয়নায় লাগিয়ে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। আয়না ঝাপসা হবে না।  

দেয়াল থেকে রঙ পেন্সিলের দাগ তুলতে

দেয়াল থেকে রঙ পেন্সিলের দাগ তুলতে

ঘরে শিশু থাকলে দেয়ালে আঁকাআঁকির নিত্য দিনের ঘটনা। দাগের উপর সাদা টুথপেস্ট লাগিয়ে স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে নিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন দেয়াল। দাগ চলে যাবে। 

কাপড় থেকে দাগ দূর করতে

কাপড় থেকে দাগ দূর করতে

হঠাৎ কাপড়ে কলমের দাগ লেগে গেছে? দুশ্চিন্তার কিছু নেই। টুথপেস্টের সাহায্যে তুলে ফেলুন চট করে! দাগের উপরে সাদা টুথপেস্ট লাগিয়ে জোরে জোরে ঘষুন। বার কয়েক করলে উঠে যাবে কালির দাগ। দাগ উঠে গেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন কাপড়। লিপস্টিকের দাগও দূর করতে পারবেন একইভাবে।  

আসবাব পরিষ্কার করতে
আসবাব পরিষ্কার করতে

অনেক সময় গরম চা কিংবা কফির মগ কাঠের আসবাবের উপর রাখলে এক ধরনের দাগ পড়ে যায়। এ দাগ দূর করতে পারে টুথপেস্ট। দাগের উপর খানিকটা টুথপেস্ট লাগিয়ে নরম কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন।  

সিঙ্ক পরিষ্কার করতে

সিঙ্ক পরিষ্কার করতে

স্পঞ্জে টুথপেস্ট নিয়ে সিঙ্ক ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঝকঝকে হওয়ার পাশাপাশি দুর্গন্ধও দূর হবে।

গাড়ির হেডলাইট পরিষ্কার করতে

গাড়ির হেডলাইট পরিষ্কার করতে

গাড়ির হেডলাইটে স্ক্র্যাচ পড়লে প্রথমে সাবান পানি দিয়ে ধুয়ে নিন। তারপর টুথপেস্ট লাগিয়ে শুকনা কাপড় দিয়ে ঘষে মুছে ফেলুন। ঝকঝকে হবে লাইট।

ডিভিডি পরিষ্কার করতে

ডিভিডি পরিষ্কার করতে

পুরানো সিডি বা ডিভিডিতে স্ক্র্যাচ পড়লে সামান্য টুথপেস্ট লাগিয়ে তুলার বল অথবা মাইক্রোফাইবার কাপড়ের সাহায্যে মুছে ফেলুন। চলে যাবে দাগ।  

ইস্ত্রি পরিষ্কার করতে

ইস্ত্রি পরিষ্কার করতে

ইস্ত্রির সামনের অংশে দাগ লেগে থাকলে কাপড়ও নোংরা হয়ে যায়। একটি নরম কাপড়ে টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে আরেকটি কাপড়ের সাহায্যে মুছে ফেলুন ইস্ত্রি।

/এনএ/