নিষ্প্রাণ ত্বক উজ্জ্বল হবে নারিকেলের দুধের গুণে

বর্ষার সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। ঘাম কম হলেও ভ্যাপসা গরমে ত্বকের চিটচিটে ভাব রয়ে যায়। ফলে ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারাতে থাকে। এ সময় ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন নারিকেলের দুধ। এতে রয়েছে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড ও প্রোটিনের মতো উপকারী উপাদান।

 

ত্বকে প্রাণ ফেরাতে
২ চা চামচ নারিকেলের দুধের সঙ্গে ১ চা চামচ দই মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর তুলা দিয়ে ঘষে উঠিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন প্যাকটি।

ত্বক কোমল ও মসৃণ করতে
১ চা চামচ নারিকেলের দুধ ও ওটস গুঁড়া মিশিয়ে বানিয়ে ফেলুন ফেস প্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে মিনিট দশেক অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন এই প্যাক। ত্বকের উপরে জমে থাকা মৃত কোষের স্তর উঠে ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

ব্রণ কমাতে
২ চা চামচ হলুদের গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো নারিকেলের দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। ব্রণ প ত্বকের কালো দাগ দূর করতে সপ্তাহে ২ থেকে ৩ দিন এই মিশ্রণটি ব্যবহার করুন।