যে ৬ লক্ষণে বুঝবেন আর্দ্রতা কমছে ত্বকের

ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যেতে পারে যেকোনো সময়েই। গ্রীষ্মে এই সমস্যা বেশি দেখা যায়। তবে বর্ষাতেও শুকিয়ে যেতে পারে ত্বক। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মির কারণে ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। এছাড়া খাদ্যাভ্যাস, দূষণ, ঘুমের অভাবসহ নানা কারণে আর্দ্রতা হারিয়ে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও শুষ্ক। জেনে নিন কোন কোন লক্ষণ দেখে বুঝবেন ত্বক তার আর্দ্রতা হারাতে শুরু করেছে।

  1. ত্বকে র‍্যাশ, চুলকানি কিংবা ব্রণ হওয়া।
  2. ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে যাওয়া ও ত্বক নিস্তেজ হয়ে পড়া।
  3. ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া।
  4. লালচে ভাব, মেছতা দেখা দেওয়া।
  5. বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।
  6. ত্বক ফেটে যাওয়া বা চামড়া উঠে যাওয়া।