চুল পাতলা হয়ে যাওয়ার ৬ কারণ

জেনে নিন চুল পাতলা হয়ে যাওয়ার কিছু সাধারণ কারণ সম্পর্কে।

  1. অতিরিক্ত মানসিক চাপে থাকার কারণে চুল পড়া বাড়তে পারে।
  2. অতিরিক্ত রোদ লাগা ও সঠিক যত্নের অভাবও চুল পড়ার অন্যতম কারণ।
  3. খাদ্য তালিকায় জিংক, বায়োটিন ও ভিটামিন ডি ঘাটতি থাকলে অতিরিক্ত চুল পড়তে পারে।
  4. চুলের জন্য আরেকটি বিপদের নাম খুশকি। খুশকির কারণে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে যায় দ্রুত।
  5. হুট করে ওজন কমতে থাকলে চুল পড়ে যেতে পারে।
  6. সন্তান জন্মদানের পরবর্তী সময়ে বাড়তে পারে চুল পড়া।