ঘরে তৈরি ৪ তেলে চুল লম্বা হবে দ্রুত

বলা হয়, চুলের প্রায় সব সমস্যার সমাধানই লুকিয়ে রয়েছে তেলে। চুল পড়ে যাওয়া, চুল ভেঙে যাওয়া কিংবা খুশকির মতো সমস্যাগুলো খুব সহজেই তেলের সাহায্যে দূর করা সম্ভব। সপ্তাহে অন্তত দুই দিন সময় নিয়ে চুলে তেল ম্যাসাজ করুন। ভেষজ উপাদান মিশিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন উপকারী ৪ ধরনের তেল। এগুলো নিয়মিত ব্যবহারে চুল পড়া তো কমবেই, পাশাপাশি চুলের বৃদ্ধিও বাড়বে। জেনে নিন কীভাবে তৈরি করবেন ভেষজ তেল।

 

১। কালোজিরার তেল
অকালে চুল পাকা রোধ করে কালিজিরার তেল। স্ক্যাল্প বা মাথার ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি কমায় চুল পড়া। এছাড়া চুলের ময়েশ্চার ধরে রেখে দ্রুত চুল লম্বা করতে চাইলেও নিয়মিত ব্যবহার করুন এই তেল। ৫ কাপ পানিতে দুই মুঠো কালিজিরা মিশিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে বোতলে ভরে রাখুন। ব্যবহার করুন গোসলের ২ ঘণ্টা আগে।

২। কারি পাতার তেল
চুলের গোড়ায় পুষ্টি জোগায় এই তেল। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড ও নানা ধরনের পুষ্টি উপাদান চুলের পাতলা হয়ে যাওয়া রোধ করে এবং চুলের বৃদ্ধি দ্রুত করে। কড়া রোদে কয়েকটি কারি পাতা শুকিয়ে ১০০ মিলি নারিকেল তেলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে ব্যবহার করুন চুলে।

৩। নিম ও বাদামের তেল
খুশকির কারণে ক্ষতিগ্রস্ত চুলের যত্নে এই তেলের জুড়ি নেই। এতে থাকা ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান চুলের বেড়ে ওঠাকে ত্বরান্বিত করে। কয়েকটি নিম পাতা কড়া রোদে দুইদিন শুকিয়ে নিন। ১০০ মিলি বাদামের তেলে ফুটিয়ে ঠান্ডা করুন। ছেঁকে ব্যবহার করুন তেল।

৪। লেবু তেল
লেবুতে থাকা ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড চুলের গোড়া মজবুত করে ও চুলের বৃদ্ধি বাড়ায়। নারিকেল তেলে একটি লেবুর খোসা কুচি করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পরর দুইদিন রোদে রাখুন। এরপর ছেঁকে ব্যবহার করুন তেল।