সুন্দর চুলের জন্য অ্যালোভেরার ৫ প্যাক

অ্যালভেরার জেল কৌটা বন্দি অবস্থায় বাজারে পাওয়া গেলেও তাজা পাতা থেকে জেল সংগ্রহ করে নিলেই ভালো করবেন। জেনে নিন অ্যালোভেরার কিছু হেয়ার প্যাক সম্পর্কে। 

১। ক্যাস্টর অয়েল ও অ্যালোভেরা
চুলের বৃদ্ধি বাড়াতে চাইলে এই প্যাকের জুড়ি নেই। নতুন চুল গজাতেও সাহায্য করবে ক্যাস্টর অয়েলের এই প্যাক। অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ১ ঘণ্টা। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

২। নারিকেলের দুধ ও অ্যালোভেরা
প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে এই প্যাক নরম ও কোমল রাখবে চুল। ৪ টেবিল চামচ অ্যালোভেরা, ৪ টেবিল চামচ নারিকেলের দুধ ও ১ টেবিল চামচ নারিকেলের তেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। 

৩। অ্যালোভেরা ও আমলকী
ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এই প্যাক চুল পড়া কমাতে সাহায্য করবে। আমলকী থেঁতো করে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে ৪০ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। 

৪। গ্রিন টি ও অ্যালভেরা
চায়ের লিকারের সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে নিন। মিহি মিশ্রণ চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। চুল ধুয়ে ফেলুন পানি দিয়ে। 

৫। পেঁয়াজ ও অ্যালোভেরা
পেঁয়াজ বেটে রস বের করে নিন। এই রসের সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ঘণ্টাখানেক রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। নিয়মিত ব্যবহার করলে খুশকি দূর হবে ও নতুন চুল গজাবে। 

তথ্য: ফেমিনা ইন