কর্মক্ষেত্রে নিজের গুরুত্ব বাড়াতে কী করবেন?

অফিসের মিটিংয়ে আপনার চাইতে অন্যের কথাকে বেশি গুরুত্ব দিচ্ছে বস। এমন পরিস্থিতিতে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। নিজেকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে ও আত্মবিশ্বাস ধরে রাখতে কিছু বিষয়ের প্রতি লক্ষ রাখা জরুরি। নিজের মধ্যে এমন কিছু গুণ ও দক্ষতার প্রকাশ ঘটান যেন আত্মবিশ্বাসের পাশাপাশি বাড়ে অন্যের কাছে নিজের গুরুত্ব।

 

  • কোনও বিষয়ে নিজের মতামত প্রদান করলে সে বিষয়ে অটল থাকবেন। কারোর কথা শুনে অথবা প্ররোচনায় সেই মতামত বদলে ফেলবেন না।
  • গ্রুপ মিটিংগুলোতে সবসময় সক্রিয় থাকবেন। নিজের বক্তব্য স্পষ্ট করে বলবেন।
  • নিজের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর জন্য সবসময় সচেষ্ট থাকবেন।
  • বর্তমান পরিস্থিতি, চলমান খবর সম্পর্কে হালনাগাদ থাকবেন।
  • অন্যকে সাহায্য করতে পিছপা হবেন না।
  • যোগাযোগে দক্ষতা রাখবেন।
  • সময়ের কাজ সময়ের মধ্যেই শেষ করুন। 
  • নতুন নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করুন সবসময়।