চুলের যত্নে মেহেদি ব্যবহার করবেন যে ৬ কারণে

যুগ যুগ ধরেই চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে মেহেদি। নানাবিধ গুণ সম্পন্ন এই ভেষজটি যেমন প্রাকৃতিক উপায়ে চুল রঙ করতে পারে, তেমনি ঝলমলে চুল পেতেও সাহায্য করে। জেনে নিন কেন চুলের যত্নে ব্যবহার করবেন মেহেদি।

 

১। মেহেদিতে রয়েছে এমন কিছু গুণ যা মাথার ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকে থাকা বিভিন্ন জীবাণু ও খুশকির সঙ্গে লড়াই করে। ফলে দূর হয় খুশকি ও চুলকানি।   

২। খুশকি দূর করার পাশাপাশি ত্বকের পিএইচ লেভেল ও তেল নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণ করে মেহেদি। ত্বকের বাড়তি তেল দূর করতে সক্ষম এই ভেষজ।

৩। চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করতে পারে মেহেদি। পাশাপাশি বাড়ায় চুলের বৃদ্ধিও।

৪। ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তুলতে এই ভেষজটি কার্যকর।

৫। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল ঝলমলে ও মসৃণ করে মেহেদি।

৬। কালো চুলে মেহেদি ব্যবহার করলে আরও কালো ও ঝলমলে হয় চুল। সাদা চুলে ব্যবহার করলে পাওয়া যায় চমৎকার রঙিন চুল।  

জেনে নিন

  • মেহেদির সঙ্গে ডিম, তেল, লেবু, টক দই, আমলকী, মেথি মিশিয়ে নিতে পারেন।
  • যাদের চুল অতিরিক্ত রুক্ষ তারা খুব ঘনঘন মেহেদির প্যাক ব্যবহার করবেন না। এতে চুল আরও প্রাণহীন হয়ে পড়তে পারে।
  • চুল রঙ করতে চাইলে তিন থেকে চার ঘণ্টা মেহেদি রাখবেন চুলে।