কোন চুলে কেমন চিরুনি ব্যবহার করবেন?

কারোর চুল সিল্কি, কারোর আবার কোঁকড়ানো। চুলে নিজেই বিভিন্ন স্টাইল করে নিতে পারেন চিরুনির সাহায্যে। মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে এক ধরনের স্টাইল পাবেন, হেয়ার ব্রাশ ব্যবহার করলে পাবেন অন্য ধরনের লুক। জেনে নিন কোন চুলের জন্য কেমন চিরুনি ব্যবহার করবেন।

ক্লাসিক হেয়ার ব্রাশ

মোটা দাঁতের চিরুনি
ভেজা চুল না আঁচড়ানোরই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তারপরেও যদি আঁচড়াতেই হয়, তবে ব্যবহার করুন মোটা দাঁতের চিরুনি। যাদের মাথার ত্বক সংবেদনশীল, তারাও এই চিরুনি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। আবার চুলে একটু এলোমেলো স্টাইল আনতে চাইলে মোটা দাঁতের চিরুনি বেশ কাজে আসে।

ক্লাসিক হেয়ার ব্রাশ
সব ধরনের চুলের জন্যই এই হেয়ার ব্রাশ ব্যবহার করতে পারেন। তবে ভেজা চুলে ব্রাশ ব্যবহার করবেন না।

 

ভেন্টেড হেয়ার ব্রাশ

ভেন্টেড হেয়ার ব্রাশ
হেয়ার ড্রায়ারের সাহায্যে চুলের স্টাইল করতে চাইলে ভেন্টেড হেয়ার ব্রাশ জরুরি। এই ধরনের ব্রাশে ভেতর দিয়ে খুব সহজেই হেয়ার ড্রায়ারের বাতাস বের হতে পারে।

 

প্যাডেল হেয়ার ব্রাশ

প্যাডেল হেয়ার ব্রাশ
লম্বা ও সিল্কি চুলের জন্য এই ব্রাশ ব্যবহার করুন। এই ব্রাশ ব্যবহার করে বেশ স্বাচ্ছন্দ্যে লম্বা চুলের যত ছাড়াতে পারবেন। পাশাপাশি বেশ একটা ঝলমলে ভাব চলে আসবে চুলে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া