দম্পতিদের যে বিষয়গুলো জানা জরুরি

দুজন মানুষের একই ছাদের নিচে বসবাসের বিষয়টা বেশ চ্যালেঞ্জিং। এ কারণেই ভালোবেসে ঘর বাধলেও অনেক সময় মাস না পেরোতেই ভেঙে যায় সেটা। তবে সফল দাম্পত্যের উদাহরণও কিন্তু কম নেই সমাজে। ভালোবাসার পাশাপাশি পারস্পারিক শ্রদ্ধাবোধ, একজন আরেকজনকে বোঝার চেষ্টা, একসঙ্গে থাকার ইচ্ছাসহ বেশকিছু বিষয়ের ওপর নির্ভর করে আপনার দাম্পত্য জীবন কতটুকু সুখের হবে। অনেক সময় প্রত্যাশার বাড়াবাড়ি, রাগ নিয়ন্ত্রণ না করা অথবা ইগোর কারণেও ভেঙে যেতে পারে সংসার। জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু বিষয়।   

 

১। আপনার একাকীত্ব দূর করার দায়িত্ব সঙ্গী নেবে- এমন প্রত্যাশা রাখবেন না। বিভিন্ন সময়ে এবং বিভিন্ন কারণে মানুষ একাকী বোধ করতে পারে। আপনার নিজেকে খুশি রাখার দায়িত্ব যেন আপনার হাতেই থাকে।

২। জীবনের প্রয়োজনে এবং ভালো থাকতে চাইলে আমাদের নিজেদের মধ্যে ছোটখাট কিছু বদল আনতে হয় প্রায়ই। সেটা হতে পারে অভ্যাসের বদল বা নিজেকে বদল। তবে শুধুমাত্র সঙ্গীকে মুগ্ধ করার জন্য আপাদমস্তক বদলে ফেলবেন না নিজেকে। এতে একসময় হতাশা গ্রাস করবে আপনাকেই।

৩। নিজেদের বোঝাপড়া বাড়াতে একসঙ্গে ভ্রমণ করতে পারেন।

৪। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা ঝগড়া হতেই পারে। তবে এমন পরিস্থিতি কীভাবে সামলাচ্ছেন- সেটা গুরুত্বপূর্ণ।

৫। নিজের জন্য সময় রাখা জরুরি। এই সময়টায় নিজেদের শখগুলোর চর্চা করতে পারেন। বই পড়া পছন্দের কাজ হলে বই পড়তে পারেন। সঙ্গী যদি সিনেমা দেখতে পছন্দ করে, তবে সেই সময়ে সে দেখতে পারে সিনেমা।

৬। আর্থিক বা সাংসারিক সবকিছুতে দুইজন সমানভাবে অংশগ্রহণ করতে পারবেন- এমনটা ভাববেন না। আপনাদের বেতন, ঘরের কাজের দায়িত্ব এবং অন্যান্য দায়িত্ব সমান নাও হতে পারে এবং এটা মোটেই অস্বাভাবিক নয়।

৭। রাগান্বিত অবস্থায় সঙ্গীকে এমন কোনও কথা বলে ফেলবেন না, যার জন্য পরবর্তীতে নিজেদের বোঝাপড়াতে সমস্যা হয়। রেগে গেলে বরং চুপ থেকে পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।