চুলের যত্নে কেন এবং কীভাবে রিঠা ব্যবহার করবেন?

প্রাকৃতিক সাবান হিসেবে রিঠার ব্যবহার চলে আসছে সেই প্রাচীনকাল থেকেই। কেবল চুল পরিষ্কার করতেই কার্যকর নয় এই ভেষজ, এর রয়েছে আরও অনেক গুণ। জেনে নিন কেন এবং কীভাবে চুলের যত্নে ব্যবহার করবেন রিঠা।

 

কেন ব্যবহার করবেন রিঠা?

  • চুল পড়া কমাতে সাহায্য করে রিঠা।
  • খুশকি দূর করে।
  • চুলের গোড়ায় জমে থাকা ময়লা দূর করে।
  • চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
  • টোনার হিসেবে কাজ করে।
  • চুল ঝলমলে করে।
  • রিঠায় থাকা ভিটামিন এ, ডি এবং ই চুল রাখে নরম ও মসৃণ।

যেভাবে ব্যবহার করবেন

১। রিঠা গুঁড়ার সঙ্গে শিকাকাই এবং আমলকীর গুঁড়া মিশিয়ে নিন। পরিমাণ মতো পানি দিয়ে ঘন হেয়ার প্যাক বানিয়ে নিন। সপ্তাহে অন্তত একবার এই হেয়ার প্যাক ব্যবহার করুন চুলের যত্নে।

২। রিঠা দিয়ে বানিয়ে নিতে পারেন শ্যাম্পু। এজন্য চুলায় মৃদু আঁচে সসপ্যান দিন। ৪ কাপ পানি দিয়ে দিন প্যানে। মুঠোভর্তি রিঠা, কমলার খোসা টুকরা ও কয়েকটি শিকাকাই দিন। রিঠা ও শিকাকাই নরম হয়ে গেলে চুলা থেকে প্যান নামিয়ে মিশ্রণটি ঠান্ডা করুন। শিকাকাই ও রিঠা থেকে বীজ বের করে ছেঁকে নিন মিশ্রণ। শ্যাম্পুর বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিন। এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে এটি। রেগুলার শ্যাম্পুর বদলে ব্যবহার করুন এই ভেষজ শ্যাম্পু।

৩। মেহেদির সঙ্গে রিঠা মিশিয়ে চুলে ব্যবহার করুন। এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে।