চুলের যত্নে গ্রিন থেরাপি!

চুলের যত্নে গ্রিন থেরাপি

সবুজ শুধু আমাদের মনকেই সতেজ রাখে না, পাশাপাশি সুস্থ রাখে ত্বক ও চুল। ঝলমলে ও মজবুত চুলের জন্য বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। সবুজ এসব উপাদানের যেমন কোন সাইড ইফেক্ট নেই, তেমনি এগুলো অত্যন্ত সহজলভ্যও। জেনে নিন সবুজ কীভাবে আপনার চুল ভালো রাখবে-  

অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে রয়েছে প্রোটিন ও প্রাকৃতিক তেল যা চুলের উজ্জ্বলতা বাড়ায়। অ্যাভোকাডোর শাঁস ও মেন্থল তেল দিয়ে হেয়ার প্যাক তৈরি করে চুলে লাগান। শ্যাম্পু করার পর ব্যবহার করবেন এ প্যাক। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গ্রিন টি
গ্রিন টি চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে। তৈলাক্ত চুলের যত্নে গ্রিন টি ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। এটি চুলের অতিরিক্ত তেল কমাবে। পাশাপাশি চুলে নিয়ে আসবে বাড়তি জৌলুস।

অলিভ অয়েল
আরেকটি প্রাকৃতিক সবুজ উপাদান অলিভ অয়েল যা চুলের পুষ্টি যোগায়। সরাসরি চুলে লাগাতে পারেন অলিভ অয়েল। অথবা হেয়ার প্যাক বানিয়েও ব্যবহার করতে পারেন। ঝলমলে চুলের জন্য নিয়মিত অলিভ অয়েল ব্যবহারের বিকল্প নেই।

আমলকী
আমলকী পিষে অলিভ অয়েলে ভিজিয়ে রাখুন সারা রাত। পরদিন তেল ঘষে ঘষে লাগান মাথার তালুতে। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি খুশকি দূর করবে। শুষ্ক ও ভঙ্গুর চুলের জন্যও খুব উপকারী আমলকী।

মেহেদি
চুলের গোঁড়া শক্ত করে চুল পড়া রোধ করে মেহেদি। পাশাপাশি চুলে নিয়ে আসে সিল্কি ভাব। মেহেদি গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথায় দিলে চুলে আসে রঙিন আভা। চুল ঝলমলে করতে মেহেদি গুঁড়া, ডিম ও নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। আধা ঘন্টা পর ধুয়ে ফেলুন।

/এনএ/