কী পাওয়া যাচ্ছে হলিডে মার্কেটে? (ফটোস্টোরি)

রাস্তার দু'পাশে সারি সারি দোকান। কোথাও একতারার টুংটাং শোনা যাচ্ছে, কোথাও আবার ফুলের সুবাস নিয়ে দুলছে গাছের দল। বলছি দেশের প্রথম হলিডে মার্কেটের কথা। ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের পণ্য নিয়ে ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটের পসরা বসে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার। আজ শুক্রবার (২০ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেল, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সড়কের উত্তর-দক্ষিণ দুই ধারের প্রশস্ত রাস্তায় বাংলাদেশের কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য ছড়িয়ে বসেছেন। হাতে তৈরি গয়না, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, মণিপুরি শাড়ি, ঘর সাজানোর পণ্য, দেশীয় পোশাক, চটপটি-ফুচকা, গাছ, জুতা, ব্যাগসহ জীবনযাপনের প্রয়োজনীয় বিভিন্ন অনুষঙ্গ মিলছে এই মার্কেটে। 

একতারা, বাঁশিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এসেছেন লাবু মিয়া। তিনি জানালেন, দুই দিনের জন্য ৫ হাজার টাকা ভাড়া গুণতে হচ্ছে যা অনেক বেশি। তারপরেও এসেছেন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলো সম্পর্কে সবাই যেন জানতে পারেন। এই ধরনের প্রদর্শনীতে অংশগ্রহণ করলে পণ্যের প্রসার বাড়ে। দেশের সব অঞ্চলে তিনি ছড়িয়ে দিতে চান তার বাদ্যযন্ত্র। 

হাতে তৈরি গয়না নিয়ে এসেছে ‘ক্রিসতং।’ প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হোসনা এমদাদ স্বর্ণা জানান, অন্যান্য প্রদর্শনীর ক্ষেত্রে পেছনে কিছুটা জায়গা পাওয়া যায় পণ্য স্টক করার জন্য। এখানে সে সুবিধা নেই। আবার পণ্য রেখে যাওয়ার সুযোগ নেই। ফলে প্রতিদিন পণ্য নিয়ে যাওয়া আসা করাটা বেশ কষ্টকর। 

ঐক্য ফাউন্ডেশনের কর্মী নাবিলা জানালেন, হলিডে মেলাতে উদ্যোক্তা হিসেবে অংশ নিতে চাইলে অনলাইনে নিবন্ধন করে ভাড়া পরিশোধ করতে হবে। নিবন্ধনের উপর ভিত্তি করে নির্বাচিত হবেন উদ্যোক্তাগণ। সপ্তাহে দুইদিনের জন্য ভাড়া পড়বে ৫ হাজার টাকা।   

ফটোস্টোরিতে দেখে নিন ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটের ঝলক। 

বাদ্যযন্ত্র

হাতে তৈরি গয়না

রয়েছে নানা ধরনের খাবার

পাওয়া যাচ্ছে গাছগাছালি

বিভিন্ন ধরনের পোশাক

নিত্য প্রয়োজনীয় নানা পণ্য

পোশাকের সম্ভার

গয়না

বিকেলে বাড়ে ক্রেতাদের আনাগোনা

খাদ্য সামগ্রী সাজিয়ে বসেছেন বিক্রেতা

রয়েছে ব্যাগ

খাদ্যদ্রব্য

হাতে তৈরি গয়না

চামড়াজাত পণ্য

বিছানার চাদর ও কুশন কাভার বিক্রি হচ্ছে