কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন যে ১০ কারণে

চুল ভালো রাখতে চাইলে নিয়মিত চুল আঁচড়ানোর বিকল্প নেই। আর চুল আঁচড়ানোর জন্য বিশেষজ্ঞরা প্লাস্টিকের বদলে কাঠের চিরুনি ব্যবহারের পরামর্শ দেন। জেনে নিন কেন কাঠের চিরুনি ব্যবহার চুলের জন্য ভালো।

  1. কাঠ প্রাকৃতিক উপাদান। ফলে কোনোভাবেই ত্বকে অ্যালার্জিঘটিত সংক্রমণ হয় না৷ অনেক সময় প্লাস্টিকের চিরুনির ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়৷
  2. ত্বকে থাকা প্রাকৃতিক তেল ঠিকঠাক ছড়িয়ে দিতে পারে কাঠের চিরুনি। ফলে চুল থাকে মোলায়েম ও মসৃণ। 
  3. স্ক্যাল্পের ত্বক স্পর্শকাতর হলেও কাঠের চিরুনি উপকারী৷ এর মোলায়েম স্পর্শ স্নায়ুকে শান্ত রাখে৷
  4. কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে নতুন চুল গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত হয়।
  5. প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় যে তাপ উৎপন্ন হয় তা চুলের জন্য ক্ষতিকর। এতে চুল নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। কাঠের চিরুনি ব্যবহারে এই ভয় নেই।
  6. রুক্ষ চুলের জন্য কাঠের চিরুনি খুবই উপকারী৷ এই চিরুনি দিয়ে আঁচড়ালে চুলে সহজে জট পড়ে না৷ রেহাই পাওয়া যায় ডগা ফেটে যাওয়ার সমস্যা থেকেও।
  7. কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে মাথার ত্বকে লুকিয়ে থাকা ময়লা বেরিয়ে আসে। প্লাস্টিকের চিরুনিতে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাতে উল্টো ধুলা-ময়লা আটকে চুলের ভেতরেই রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  8. কাঠের চিরুনি ব্যবহারে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। এতে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়।
  9. মোলায়েম হওয়ার কারণে এই চিরুনি ব্যবহারে চুল ভেঙে যাওয়ার ও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম।
  10. খুশকির সমস্যাও নিয়ন্ত্রিত হয় কাঠের চিরুনিতে৷ কারণ এই চিরুনিতে আঁচড়ানোর ফলে স্ক্যাল্পে থাকা স্বাভাবিক তেল সুষমভাবে ছড়িয়ে পড়ে সর্বত্র।