চুল ক্ষতিগ্রস্ত হতে পারে যে ৭ কারণে

ভাবছেন কেন চুল বিবর্ণ হয়ে যাচ্ছে দিনদিন? কয়েকটি কারণে এমনটি হতে পারে। অনেক সময় আমাদের ভুলেই ধীরে ধীরে চুল তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে। জেনে নিন কোন কোন কারণে চুল হতে পারে ক্ষতিগ্রস্ত।   

 

  1. স্ট্রেইটনার, কার্লিং আয়রন এবং হেয়ার ড্রায়ারের মতো স্টাইলিং যন্ত্রের ব্যবহারের কারণে চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে যায়।
  2. চুলে রাসায়নিক রঙ ব্যবহার করা কিংবা ঘন ঘন কেরাটিন ব্যবহারের কারণে চুলের গঠন ভেঙ্গে যেতে পারে। এছাড়া এতে চুল বিবর্ণ হয়ে যায়।
  3. সবসময় শক্তভাবে টেনে পনিটেইল করার অভ্যাস থাকলে সেটি বাদ দিন। কারণ এতে চুলের ফলিকলে টান পড়তে পারে এবং চুল ঝরে পড়তে পারে।
  4. নিয়মিত ট্রিম না করার ফলে চুলের আগা ফেটে যেতে পারে। ঈত চুল হারিয়ে ফেলে স্বাভাবিক জৌলুস।
  5. চুলের ধরন অনুযায়ী হেয়ার প্রোডাক্ট বেছে না নেওয়ার কারণেও চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।
  6. খুব জোরে চুল আঁচড়ানোর ফলে চুলের ফলিকল ভেঙে যেতে পারে এবং ক্ষতি হতে পারে চুলের। এছাড়া ভেজা চুল জোরে আঁচড়ানো বা তোয়ালে দিয়ে ঝাড়ার কারণে চুল নষ্ট হয়ে যায় অনেক সময়।
  7. তীব্র রোদ পড়ার কারণেও চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে।