ত্বকের সুস্থতায় বরফ

ত্বকের জন্য বরফ



গরমে ঘেমে একাকার অবস্থা। হয়তো কাজের চাপে একটু ফ্রেশ হওয়ার সুযোগটাও পাচ্ছেন না। এক টুকরা বরফ চট করে বুলিয়ে নিন ত্বকে। গরমের ক্লান্তি দূর হয়ে যাবে নিমিষেই! ত্বকের যত্নে বরফের রয়েছে আরও নানান ব্যবহার। জেনে নিন সেগুলো কী কী-  

মেকআপ দীর্ঘস্থায়ী করতে
ত্বকে মেকআপ বসানোর আগে এক টুকরা বরফ ঘষে নিন। বেজ মেকআপ দীর্ঘসময় থাকবে ত্বকে।

ত্বক টানটান করতে
বলিরেখা দূর করে ত্বকে টানটান ভাব নিয়ে আসে বরফ।

চোখের ফোলা ভাব কমাতে
যাদের চোখে পাফি ভাব রয়েছে তারা বরফের সাহায্যে কমাতে পারেন সেটি। তুলার প্যাড বরফ মেশানো পানিতে ধুয়েও চোখের আশেপাশে লাগাতে পারেন।

দাগ দূর করতে
ত্বকের লালচে ভাব দূর করতে পারে বরফ। এক টুকরা বরফ নিয়ে দাগের উপর ঘষুন। মোটা তোয়ালে দিয়ে চেপে মুছে ফেলুন ত্বক।

রোদে পোড়া ভাব কমাতে
ত্বক রোদে পুড়ে কালচে বা লালচে হয়ে গেলে এক টুকরা বরফ ঘষে নিন। ধীরে ধীরে কমে যাবে সানবার্ন।

উজ্জ্বল ত্বকের জন্য
বরফের ট্রেতে কমলার রস রেখে দিন। জমাট বেঁধে গেলে ত্বকে ঘষুন। প্রাকৃতিক উজ্জ্বলতা চলে আসবে ত্বকে।



/এনএ/