শ্যাম্পু ছাড়াই চুল পরিষ্কার!

শ্যাম্পু ছাড়াই চুল পরিষ্কার!

চুল পরিষ্কার রাখার জন্য শ্যাম্পু ব্যবহার করা চাই নিয়মিত। কিন্তু অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারের ফলে চুল নষ্ট হয়ে যেতে পারে। কেমিক্যালযুক্ত শ্যাম্পুর বদলে প্রাকৃতিক উপাদানের সাহায্যে পরিষ্কার করতে পারেন চুল। ভেষজ এসব উপাদান চুল পরিষ্কার রাখার পাশাপাশি চুলকে করবে মজবুত ও সিল্কি। জেনে নিন বিস্তারিত-

শিকাকাই
পানির সঙ্গে শিকাকাই পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাথার তালুতে ঘষে ঘষে লাগান পেস্ট। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুল পরিষ্কার করার পাশাপাশি খুশকিও দূর করবে।  

অ্যালোভেরা
শ্যাম্পুর বদলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। তাজা অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে মাথার তালুতে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। চুল পরিষ্কার হবে ও ঝলমলে ভাব চলে আসবে চুলে।

মুলতানি মাটি
মুলতানি মাটির সঙ্গে রিঠা পাউডার মিশিয়ে মাথার ত্বকে লাগান। এটি প্রাকৃতিকভাবে পরিষ্কার করবে চুল। পাশাপাশি চুল পড়া বন্ধ করে চুলে নিয়ে আসবে জৌলুস।

ভাতের মাড়
শ্যাম্পু ব্যবহার না করে ব্যবহার করতে পারেন ভাতের মাড়। ভঙ্গুর চুলের জন্য এটি খুবই কার্যকরী।

/এনএ/