ঝকঝকে ঘর চাই

পরিস্কারের উপকরণ

গরম পড়তে শুরু করেছে একইসঙ্গে চলছে বৃষ্টি। এই সময়ে স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে ঘর। তাই ঝকঝকে ঘরের জন্য আপনাকে থাকতে হবে একটু সচেতন। বাংলা ট্রিবিউন আপনাকে দিচ্ছে সহজ কিছু টিপস।

ঘরের মেঝে আর ভিন্ন ভিন্ন আসবাবের জন্য চাই ভিন্ন ভিন্ন ন্যাপকিন। রাস্তায় ট্রাফিক জ্যামেই দেখবেন ছোট ছোট ছেলেমেয়ে সাদা রঙের টাওয়েল বিক্রি করছে।

ডাইনিং মোছার জন্য এক রঙ নির্ধারন করুন। কাঠের আসবাবের জন্য শুকনো ন্যাপকিন এবং পারটেক্সের আসবাবের জন্য আরেকটি ন্যাপকিন ব্যবহার করুন। ডাইনিং টেবিল মোছার সময় ন্যাপকিন একটু ভিজিয়ে নিন। কাঁচের টেবিল হলে মোছার সময় গ্লাস ক্লিনার ব্যবহার করুন।

দেয়ালে টানানো ছবির ফ্রেম কিংবা দেয়াল সাজানোর সামগ্রীগুলো মোছার জন্য আলাদা পরিষ্কার শুকনো ন্যাপকিন ব্যবহার করা উচিত।

মেঝে পরিস্কারের জন্য চাই মোটা সূতি কাপড়। এক্ষেত্রে পুরানো সূতির জামা বা ওড়না  বা ছিড়ে যাওয়া চাদরের টুকরো ব্যবহার করবেন।

তবে জমে থাকা ধুলা, ঝুল এগুলো ঝাড়তে ন্যাপকিন নয় রীতিমতো ঝাড়ন ব্যবহার করতে হবে। ঘর পরিস্কার করার সময় লাইটগুলোও গ্লাস ক্লিনার দিয়ে মুছে নেবেন।

প্রতিদিন একবার ঘর ঝাড়া ও মুছলে সঙ্গে আসবাবগুলো মুছে নিলে যত্নে থাকবে আপনার আসবাব ও ঘর।

/এফএএন/