খুশকি দূর করবে পেঁয়াজের রস

খুশকি দূর করবে পেঁয়াজের রস

যাদের চুল সহজে বাড়ে না তারা নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি খুশকি দূর করে এটি। চুল ঝলমলে ভাব নিয়ে আসতেও জুড়ি নেই প্রাকৃতিক এই উপাদানের। জেনে নিন চুলের যত্নে পেঁয়াজের রসের ব্যবহার-  

  • একটি পাত্রে পেঁয়াজ কুচি ও পানি ফুটান। পেঁয়াজ নরম হলে পানিটুকু ছেঁকে নিন। ঠাণ্ডা হলে মাথার তালুতে ঘষে ঘষে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল দ্রুত বাড়বে।
  • শ্যাম্পু করার পর পেঁয়াজের রস দিয়ে ধুয়ে নিন চুল। শুকিয়ে গেলে হালকা গরম পানি ও মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। ঝলমলে হবে চুল।
  • নারিকেল তেল গরম করে পেঁয়াজের রস মেশান। মিশ্রণটি মাথার তালু ও চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে খুশকি। 
  • এক কাপ পেঁয়াজের রসের সঙ্গে মধু মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলের গোঁড়া শক্ত হবে।
  • চুলে অলিভ অয়েল ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর পেঁয়াজের রস দিয়ে চুল ধুয়ে নিন। চুল শুকিয়ে গেলে হালকা গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  

 

/এনএ/