খাবার হোক দৃষ্টি নন্দন!

কথায় আছে প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারি। খাবারের ক্ষেত্রেও কথাটা ভীষণরকম খাঁটি। খাবার যদি দেখতেই ভালো না লাগে তবে খেয়ে স্বাদ পাবেন এমনটা বলা একটু কঠিন। স্বাদ পেতেও পারেন। তবে খাবারের সৌন্দর্য একটি বাড়তি পাওনা। আর ইদানিং শুরু হয়েছে খাবারের ছবি তোলার চল। যাই খাবেন, তারই ছবি চাই। কেতাবি ভাষায় বিষয়টি ফুডোগ্রাফি বলেই পরিচিত। গত কয়েক বছরে অসংখ্য প্রতিষ্ঠান হয়েছে যারা ফুডোগ্রাফি শেখাচ্ছে। খাবার নান্দনিকতা একটু চোখেই দেখুন না...

ফুডোগ্রাফি-৭

ফুডোগ্রাফি-১

ফুডোগ্রাফি-৫

ফুডোগ্রাফি-৪

ফুডোগ্রাফি-৫

ফুডোগ্রাফি-৮

ফুডোগ্রাফি-২

 

 ছবিগুলো ফুডোগ্রাফি সম্পর্কিত ওয়েবসাইট থেকে সংগৃহীত। 

/এফএএন/

/এফএএন/