একটু অন্যভাবে প্রয়োজনীয় জিনিস

সংসারে কত কিছু লাগে। এত কিছু নিয়ে কত হ্যাপা। বাজারে যাও কেনও। তাকওয়ালা টেবিল বানাতে হবে। শোপিস রাখার সেলফ বানাতে হবে, গাছ লাগাবেন, শরবত খাওয়ার গ্লাস ভেঙে গেছে-এরকম হাজারটা প্রয়োজন মেটাবেন কি করে? নিজের পুরানো জিনিসগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেই আপনি ঠিক প্রয়োজনীয় জিনিস বানিয়ে নিতে পারেন। ফেলতেও হবে না জমে থাকা হাজার জিনিস। ছবিতে এক ঝলকে দেখে নিন সেগুলো... 

স্যুটকেসের ব্যবহার

পুরানো স্যুটকেস ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন এমন একটা দুই তাকের টেবিল। 

পুরানো বয়ামের ব্যবহার

৬টা পুরানো কাঁচের বয়াম জমালেই হয়ে যাবে এক সেট নতুন গ্লাস। নিয়মিত জ্যাম, হরলিক্স জাতীয় কত কিছুর সঙ্গেই তো কাঁচের বয়াম আসে ঘরে। 

পুরানো ব্যাগ

পুরানো ব্যাগটি ফেলে দিচ্ছেন? না দিয়ে রান্না ঘর বা বাইরের ঘরের দরজার সামনে ঝুলিয়ে দিন একটু স্টাইল করে। শোপিসের কাজও সারবে সঙ্গে প্রয়োজনীয় অনেক কিছুই এখানে রাখতে পারবেন। 

কাঁচের বয়ামে বাগান

গাছ লাগানোর টব খুঁজছেন? দরকার কি? কাঁচের জারে করে ফেলুন আস্ত একটা বাগান। পুরানো ফেটে যাওয়া মাছের জারেও করতে পারেন এটি। 

কাঠের সেলফ

কাঠের চেয়ার টেবিল ভেঙ্গে গেছে? কাঠ ফেলে দেবেন না প্লীজ। সেটি দিয়ে এরকম শোপিস র‌্যাক তৈরি করে নিন। দেখতে যেমন ভালো হবে কাজেও লাগবে। 

হাড়ি ধরার কাপড়

পুরানো কাপড় দিয়ে হাড়ি ধরার ন্যাপকিন বানানোর বিষয়টি নিশ্চয় আপনাকে বলতে হবে না। বহু বছর ধরে আপনি এটাই বানিয়ে আসছেন তাই না? 

চাবির ব্যাগ

চাবি রাখা নিয়ে খুব বিড়ম্বনায় থাকেন সবাই। দরজায় ঝুলিয়ে দেন চাবি রাখার ব্যাগ। বানাবেন পুরানো কাপড় দিয়েই।

/এফএএন/