কফির দাগ দূর করার ৫ উপায়

কফির দাগ দূর করার ৫ উপায়

তাড়াহুড়া কিংবা অসাধানতায় কাপড়ে কফির দাগ লেগে যেতেই পারে। সম্ভব হলে সঙ্গে সঙ্গে পরিস্কার করে দিন দাগ। কারণ পুরনো দাগ তুলতে ঝক্কি আরও বেশি। জেনে নিন কাপড় থেকে কফির দাগ দূর করার কিছু টিপস-

  • কাপড়ে কফির দাগ লাগার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। চলে যাবে দাগ।
  • তিনভাগ ভিনেগারের সঙ্গে একভাগ পানি মিশিয়ে কাপড় ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • কফির দাগের ওপর গরম পানি ও ১ চা চামচ বেকিং সোডা ছিটিয়ে দিন। কিছুক্ষণ পর পরিস্কার করে ফেলুন কাপড়। তবে খুব পাতলা কাপড়ে বেকিং সোডা দেবেন না।
  • ডিমের কুসুম ফেটিয়ে কফির দাগের ওপর ছড়িয়ে দিন। তারপর পরিস্কার করুন কাপড়। দাগ দূর হবে।
  • দাগের উপর ডিটারজেন্ট ঘষে কিছুক্ষণ রেখে দিন। পুরনো দাগ হলে আধা ঘন্টা রাখুন আর নতুন দাগ হলে ৫ মিনিট রাখুন। ভালো করে পরিস্কার করে ফেলুন কাপড়।

/এনএ/