নোবেলজয়ী অরহান পামুককে জানার বড় সুযোগ তৈরি হবে ঢাকা লিট ফেস্টে

ঢাকা লিট ফেস্টের আগামী আয়োজনে অংশ নেবেন তুরস্কের নোবেল লরিয়েট অরহান পামুক। এই তথ্য জানিয়েছেন সে দেশের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। বুধবার (১৬ নভেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তুরস্কের লেখকের সঙ্গে পরিচিত হওয়ার জন্য বাংলাদেশের মানুষের এটি বড় সুযোগ জানিয়ে তিনি বলেন, অরহান পামুক যখন তার কথা বলবেন তখন আমি নিশ্চিত এটি অনুষ্ঠানের একটি প্রধান বিষয় হবে।

যখন দুই দেশের মানুষ একে অপরকে জানবে তখন দুই দেশের সম্পর্ক ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। এজন্য আর্টস এবং সংস্কৃতি অনেক গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।

তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান

তিনি বলেন, সংস্কৃতি এখন অনেক গুরুত্বপূর্ণ। কারণ, যোগাযোগের মাধ্যম এখন অনেক বেশি দ্রুত এবং শক্তিশালী। কিন্তু একইসঙ্গে ভুল তথ্যেরও পরিমাণ অনেক বেড়ে গেছে। এই প্রেক্ষাপটে যদি সংস্কৃতি, চিত্রকলা, অ্যাকাডেমিয়ার মাধ্যমে তথ্যপ্রবাহের সংযোগ করিয়ে দেওয়া যায়, তবে এটি অনেক বেশি স্বচ্ছ হবে। এজন্য আমি মানুষে মানুষে যোগাযোগে জোর দিচ্ছি।

করোনা মহামারির কারণে টানা তিন বছর বন্ধ থাকার পর আবারও ঢাকায় বসছে শিল্প-সাহিত্যের অন্যতম জনপ্রিয় আসর ‘ঢাকা লিট ফেস্ট (ডিএলএফ)। আগামী ৫-৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবারের আসর। সম্ভাব্য ২০০ জন বক্তার মধ্যে রয়েছেন নোবেল পুরস্কার বিজয়ী লেখক অরহান পামুক, আব্দুলরাযাক গুরনাহসহ অন্যরা।

এছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কার বিজয়ী বক্তারা দশম সংস্করণের এই আয়োজনে যোগ দেবেন। যাদের মধ্যে পুলিৎজার, ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন বা পিন্টার, প্রিক্স মেডিসিস, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালার্ট মেডেল, ওয়াটারস্টোন চিল্ড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ড ও অন্য পুরস্কার বিজয়ীরাও থাকছেন।

আরও পড়ুন- ঢাকা লিট ফেস্টের দশম আসর ৫-৮ জানুয়ারি