হিলারি মেন্টেলের মৃত্যু

গত ২২ সেপ্টেম্বর বুকারজয়ী লেখক হিলারি মেন্টেল ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

তিনি ‘উল্ফ হল’ উপন্যাসের জন্য বিখ্যাত। ২০০৯ সালে তিনি বুকার পুরস্কার এবং ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল পুরস্কার অর্জন করেন।

পারিবারিক বন্ধু ও প্রকাশক হারপারকলিন্স বলেন, তার মৃত্যু ছিল হঠাৎ এবং শান্তিপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘এই শতাব্দীর শ্রেষ্ঠ ইংলিশ ভাষার ঔপন্যাসিক ছিলেন হিলারি মেন্টেল।’

‘উল্ফ হল’ উপন্যাসটি ৫০ লক্ষেরও বেশি কপি বিক্রি এবং ৪১টি ভাষায় অনূদিত হয়েছে। এই উপন্যাসের পটভূমি ১৫০০ থেকে ১৫৩৫ সালের মধ্যে।

২০১২ সালে দ্য অবজারভারের মতে সেরা দশটি ঐতিহাসিক উপন্যাসের তালিকায় ছিল ‘উল্ফ হল’।

হিলারি মেন্টেল ১৯৫২ সালের ৬ জুলাই ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।

তার লেখালেখির বিষয় ইতিহাস ও ব্যক্তিগত স্মৃতি। তিনি ছোটগল্প লেখক হিসেবেও পাঠকের মনযোগ আকর্ষণ করেছেন।