এটা আমাদের বহুদিনের আকাঙ্ক্ষার ফসল : পারভেজ হোসেন

nonameপারভেজ হোসেনলিট ফেস্টের সঙ্গে আমি গতবারও যুক্ত ছিলাম। এবারও আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। এই উদ্যোগ বাংলা ভাষার লেখকদের সঙ্গে অন্যান্য ভাষার লেখকদের মেলবন্ধন তৈরি করবে। এটা আমাদের বহুদিনের আকাঙ্ক্ষার ফসল। কারণ বাংলা ভাষায় যারা লিখছেন, বাংলা ভাষার ধ্রুপদী লেখক যারা তাদের সঙ্গে অন্যান্য ভাষায় যারা লিখছেন তাদের মিলন হবে, পরিচয় হবে, যে আদান-প্রদান হবে তা আমি মনে করি বাংলা ভাষা ও সাহিত্যের জন্য একটা বড় কাজ। এবার এই উৎসবে, আমি জানি না, কতজন লোক বা সাহিত্যপ্রেমী বাইরে থেকে এসে অংশগ্রহণ করবেন- তবে অন্যতম একজন লেখক, আমাদের স্বপ্নের একজন লেখক, ভি. এস. নাইপলের উপস্থিতি উৎসবকে আরো উৎসবমুখর এবং আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দিবে বলে আমি বিশ্বাস করি।
ফেস্টিভালটি আগে ‘হে ফেস্টিভাল’ নামে যাত্রা শুরু করেছিলো। কিন্তু গতবছর থেকে ‘ঢাকা লিটারারি ফেস্টিভাল’ নামে আত্মপ্রকাশ করে। চরিত্রগত দিক থেকে এর অনেকটা বদলও হয়েছে বলে মনে হয়।
পারভেজ হোসেন : কথাসাহিত্যিক


 

শ্রুতিগ্রহণ ও শ্রুতিলিখন : আমিনুল ইসলাম

আরো পড়তে ক্লিক করুন :

আধুনিক সাহিত্যের রূপ বৈশ্বিক : সৈয়দ মনজুরুল ইসলাম