গল্প লেখা প্রতিযোগিতা

noname
আজ থেকে ১০০ বছর পর ঢাকা কি তিলোত্তমা নগরী হবে, না কি ফিনিক্স পাখি উড়ে যাবে এর ধ্বংসস্তুপ থেকে—এই আশা বা শঙ্কা আমাদের অনেকের মনেই উঁকি দেয়। আপনার মনের সেই আশা বা শঙ্কার কথাটি লিখুন ছোটগল্পে। একশ বছর পরের মানুষ, তাদের ভাষা, আশা-আকাঙ্ক্ষা, শহরের প্রতিবেশ-পরিবেশ কেমন হবে—আমরা জানতে চাই, জানাতে চাই পাঠককে।

লেখা পাঠানোর নিয়ম—

১. MS Word, SutonnyMJ ফন্টে একটি সফট ও পিডিএফ কপি দিন।

২. শব্দসংখ্যা ২০০০-এর বেশি নয়।

৩. আপনার নাম, ছবি, ঠিকানা, ফোন নাম্বার দিন।

৪. বয়স ৩৫-এর বেশি নয়।

৫. লেখা পাঠানোর শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি।

আমাদের সম্মানীত বিচারকগণের মতামতের ভিত্তিতে সেরা তিনটি গল্প আমাদের অনলাইনের সাহিত্য বিভাগে প্রকাশ করা হবে। বিজয়ীরা পাবেন লেখকসম্মানী ও খ্যাতিমান লেখকদের বই।

 ই-মেইল : banglatribuneshahitta@gmail.com