বিধান রিবেরুর

অনুভূতিতে আঘাতের রাজনীতি ও অন্যান্য

nonameদশকের পর দশক ধরে অনুভূতিতে আঘাতের কথা বলে রাজনীতিতে যেভাবে ধর্মের ব্যবহার হয়ে আসছে সেটি বিধান রিবেরু তাঁর ‘শাহবাগ : রাজনীতি ধর্মচেতনা’ বইতে সংক্ষেপে বর্ণনা করেছেন। এ বছর তাঁর লেখা নতুন বই ‘অনুভূতিতে আঘাতের রাজনীতি ও অন্যান্য’তে সেই একই রাজনীতির কথা উঠে এসেছে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। শুধু দেশ নয়, বিদেশেও সাম্প্রতিক সময়ে সংঘটিত নানা গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণধর্মী লেখা সংকলিত হয়েছে এই বইতে। বাদ যায়নি শহরের সাংস্কৃতিক অঙ্গনও। বইটি সম্পর্কে লেখক বিধান রিবেরু বলেন, ‘আমি সমাজের একজন সংবদেনশীল মানুষ হিসেবে সমাজে যেসব ঘটনা ঘটছে সেগুলোর প্রতিক্রিয়া জানিয়েছি। নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আর বলার চেষ্টা করেছি পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি থাকে, সর্বত্র, তাহলে অন্য কেউ রাজনৈতিক ফায়দা লুটতে পারবে না।’ বইটির প্রকাশক ঐতিহ্য।