বিনয় দত্তের

চিলতে মেঘ ও কুহুকেকার গল্প

nonameবিনয় দত্তের ছোটগল্প “চিলতে মেঘ ও কুহুকেকার গল্প” একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ‘চৈতন্য’ প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন আসাদুজ্জামান কিরণ। মূল্য ১৪০ টাকা।

ছোটগল্পের রসদ জুগিয়ে জেগে থাকা চরিত্রের চারিত্রিক সমাবেশ ও বিন্যাসের সমন্বয়ে “চিলতে মেঘ ও কুহুকেকার গল্প” নামের ছোটগল্পের বইটি লিখিত হয়েছে। বইটিতে ৬টি ভিন্ন স্বাদের গল্প রয়েছে। গল্পগুলো মানবিক মূল্যবোধের, জীবনের জয়গানের, প্রেমের, ভালোবাসার, নব জাগরণের ও উৎকর্ষতার। এইসব গল্প ডামাডোলে বেজে উঠা ছন্দের, সুরের মাধুরীতে বেজে উঠা সুরমঞ্জুরীর।

গল্পগুলো উপন্যাসের ক্ষুদে সংস্করণ, ফিল্মের চুম্বকলেখের মতো। গল্প বলার ধরণ আটপৌরে ও সহজ কথকচালে সাজানো। সহজ ভাষাতেই ধরা পড়ে ঘটনার ঘনঘটা, যা শেষ পর্যন্ত আগলমুক্ত করে জীবনের বহুবর্ণ জটিলতা।