মোস্তাফিজ কারিগরের

বস্তুবর্গ

nonameএবছর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১৬ প্রাপ্ত মোস্তাফিজ কারিগরের উপন্যাস ‘বস্তুবর্গ।’ বইটি প্রকাশ করেছে কাগজ প্রকাশন। প্রচ্ছদ লেখক নিজেই এঁকেছেন। মূল্য ২২৫ টাকা। স্টল নং ৪২০।

‘বস্তুবর্গ’ উপন্যাসের পাণ্ডুলিপিতে ব্যক্তির অন্তর্গত দ্বন্দ্ব; শহরে বহিরাগত-উন্মুল-উদ্বাস্তু-ভাসমান এক তরুণের যাপিতজীবনের আলেখ্য, সুনিপুণভাবে তুলে ধরেছেন লেখক। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে স্বজনহীন-বন্ধুহীন এক তরুণের প্রতিনিয়ত রক্তাক্ত হবার চিত্র দেখি এই পাণ্ডুলিপিতে। আশ্রয়ের খোঁজে, শান্তির প্রত্যাশায় মানুষ ছুটতে থাকে বর্তমান থেকে অতীতে। কখনো কখনো ঘটে ব্যক্তির রুচি ও চিন্তার বিপর্যয়; নৈতিকতা ও মূল্যবোধের চূড়ান্ত অবনতি ঘটতে দেখি আমরা। আধুনিক ঢাকা থেকে পুরান ঢাকায় কাহিনি আবর্তিত হতে হতে কল্পনা ও বাস্তবের মিশেলে কাহিনি গড়ায় ব্রিটিশ আমলের ঢাকায়। অতিলৌকিক আবহের সৃষ্টি হয় সেখানেই; তরুণ এই লেখক দক্ষতার সঙ্গে ফিরে আসেন বর্তমানে; উন্মুল জীবনের আখ্যান যেমনটা হওয়ার দরকার তেমনই এই আখ্যান। প্রবাহমান ভাষা শৈলী, উপস্থাপন কৌশল, বর্ণনারীতি ও চরিত্র চিত্রণে তরুণ কথাসাহিত্যিক মোস্তাফিজ কারিগর প্রশংসার দাবীদার।