বরিশালের ভাষার অভিধান

nonameএবছর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মুহম্মদ মুহসিনের ‘বরিশালের ভাষার অভিধান। বইটি প্রকাশ করেছে কাগজ প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য ৪০০ টাকা। স্টল নং ৪২০।

সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ভাষার অভিধান নিয়ে কাজ তেমন চোখে পড়ে না। এই ধরনের কাজ করতে গেলে ‘আঞ্চলিক মান শব্দ’ নির্ণয় করা কঠিন। বাংলাদেশে এক গ্রাম থেকে আরেক গ্রামে এসে একই শব্দ উচ্চারণে ভিন্নতা নিয়ে হাজির হয়। কখনো কখনো অর্থও বদলে যায়। লেখক গবেষক মুহম্মদ মুহসিন অভিধান প্রণয়নের সময় এই দিকটি মাথায় রেখেছেন।
তিনি বলেন বলেন, ‘বরিশাল একটি বৃহৎ জনপদ। এর চারপাশে যে অঞ্চল রয়েছে সেখানেও প্রায় সম-উচ্চারিত অনেক শব্দ আছে। এরমধ্য থেকে বরিশালের শব্দ চিহ্নিত করা চ্যালেঞ্জ ছিলো আমার কাছে। শেষে এইটুকু বলবো, কাজটি করে আমি অনেক আনন্দ পেয়েছি।’