নাহিদা নাহিদের

অলকার ফুল

nonameএকুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে নাহিদা নাহিদের প্রথম ছোটগল্পের বই ‘অলকার ফুল।’ প্রকাশ করেছে ‘বাঙালি।’ পরিবেশক ‘প্রকৃতি।’ প্রচ্ছদ উত্তম সেন। মূল্য ১৫০ টাকা।

প্রকাশিত ছয়টি গল্পেই লেখকের সৃজনশীলতা পাঠকের চোখে পড়বে। নারী-পুরুষের সম্পর্ক, ব্যক্তির সঙ্কট, ক্ষয়িষ্ণু সময় ও সমাজের চালচিত্র ছড়িয়ে আছে প্রতিটি গল্পে। সহজ, সাবলীল কিন্তু ঋজু ভাষায় তিনি আখ্যান বর্ণনা করেছেন, যা পাঠককে সহজেই মুগ্ধ করবে। নাহিদা নাহিদ তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘প্রথম বইয়ের প্রতি এক ধরণের ভালোবাসা সবারই থাকে, আমারও আছে। সবগুলো গল্পই বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, ফলে পাঠকের সঙ্গে আগে থেকেই আমার যোগসূত্র সৃষ্টি হয়েছে। তারা বইটিকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন, এটাই আমার পরম পাওয়া।’