হামীম কামরুল হকের তিনটি বই

noname
অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে কথাশিল্পী হামীম কামরুল হকের তিনটি বই প্রকাশিত হয়েছে। ছোটগল্পের বই ‘অক্ষরপুরুষ ও অন্যান্য গল্প’ প্রকাশ করেছে ‘গ্রন্থকুটির।’ প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। এতে ১৮টি গল্প স্থান পেয়েছে। মূল্য ৩০০টাকা।

উপন্যাস ‘আবছা আলোয় দেখা কয়েকটি মুখ’ প্রকাশ করেছে ‘কথাপ্রকাশ।’ প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। ৬৪ পৃষ্ঠার এই উপন্যাসের মূল্য ১০০ টাকা।

প্রবন্ধের বই ‘ছোটগল্প লেখকের প্রস্তুতি ও অন্যান্য বিবেচনা’ প্রকাশ করেছে ‘কথাপ্রকাশ।’ প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। ছোটগল্পের গতি-প্রকৃতি, ছোটগল্প লেখার প্রক্রিয়া ও প্রবণতা, এবং কীভাবে ছোটগল্পকার নিজেকে ছোটগল্পের পথে এগিয়ে নিয়ে যান- সেসব বিষয়ে ৬টি প্রবন্ধ ৬৩ পৃষ্ঠা জুড়ে। মূল্য ১০০ টাকা।