আনিফ রুবেদের

দৃশ্যবিদ্ধ নরনারীগান

Untitled-3গল্পগ্রন্থ : দৃশ্যবিদ্ধ নরনারীগান। প্রকাশক : ঐতিহ্য। প্রচ্ছদ: ধ্রুব এষ। পৃষ্ঠা: ৮০। মূল্য : ১৩০ টাকা।

বই সম্পর্কে—
‘দৃশ্যবিদ্ধ নরনারীগান’ আনিফ রুবেদ-এর দ্বিতীয় গল্পগ্রন্থ। প্রথম গল্পগ্রন্থ ‘মন ও শরীরের গন্ধ’ প্রকাশিত হয়েছিল ২০১৪ সালে একই প্রকাশনী থেকে। বইটির পাণ্ডুলিপি ২০১২ সালে ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার’ পেয়েছিল। আনিফ রুবেদ-এর গল্পের প্রধান বিষয়ই মানুষের শারীরিক ও মানসিক যন্ত্রণা এবং বিভিন্ন বিপন্নতা। পৃথিবীতে ঘটে যাওয়া প্রতিটি দৃশ্যই তার গল্পে উঠে আসে। সাবলীল বর্ণনা। তবে একটা বিষয়, তার গল্পে মনোসংযোগ করতে হয় একটু বেশিই। প্রতিটি শব্দে এবং বাক্যে মনোযোগ দিতে হয়। সব মিলিয়ে পাঠের মধ্যে একটা মধ্যম গতি পাওয়া যায়, যার সুর পাঠ করার পরেও অনেকক্ষণ কাজ করতে থাকে, গান গাইতে থাকে মনের ভেতর। ‘দৃশ্যবিদ্ধ নরনারীগান’-এর ব্যতিক্রম নয়। এ গ্রন্থের গল্পগুলোতেও মানুষের পৃথিবী যাপনের বিভিন্ন দৃশ্য উঠে এসেছে, উঠে এসেছে মানুষের মৌলিক বেদনার, অবক্ষয়ের, ধ্বংসের ছবি অত্যন্ত দক্ষভাবে।